শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে জুয়া খেলা অবস্থায় ৯ জুয়াড়িকে আটক করে শ্রীপুর থানা পুলিশ। জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (৩ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর উত্তর পাড়া এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা জুয়াড়িরা হলো, ১। উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মৃত নহর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), ২। একই এলাকার মৃত- আ: কাদেরের ছেলে শুক্কুর আলী (৬০), ৩। জসিম উদ্দিনের ছেলে শাহজালাল (৪০), ৪। মৃত করম আলীর ছেলে আরিফ হোসেন (২৫),৫। মৃত কুদ্দুস মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০), ৬। মৃত সিরাজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৪০), ৭। মৃত তোফাজ্জল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩০), ৮। আব্দুল কাদেরের ছেলে লোকমান হোসেন (৫০) ও আজিম উদ্দিনের ছেলে জালাল হোসেন (৩০)।
শ্রীপুর থানার এ.এস.আই আব্দুল্লাহ আল মুসাব্বির জানান, গোপন সংবাদে ভিত্তিতে উপজেলার গাজীপুর উত্তরপাড়া সংলগ্ন স্থানে একটি পরিত্যাক্ত কারখানার ভেতর জুয়ার আসর বসেছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ৯ জুয়ারিকে আটক করা হলেও বাকিরা দৌড়ে পালিয়ে যায়। পরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনের মামলা দিয়ে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।