হবিগঞ্জের বানিয়াচঙ্গে দু’দল গ্রামবাসির সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত

0
13

এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):: হবিগঞ্জের বানিয়াচঙ্গে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসির সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও ১০ জনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। শনিবার (৪জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বানিয়াচং উপজেলার নন্দীপাড়া বোয়ালিয়া হাটি ও দেওয়ান দিঘিরপাড়ের গ্রামবাসির মধ্যে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর বানিয়াচং উপজেলার নন্দীপাড়া বোয়ালিয়া হাটি ও দেওয়ান দিঘিরপাড় মহল্লার দুই যুবকের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে হাতাহাতি ও বাকবিতন্ডা হয়। বিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ১ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষ ভয়াব রূপ নেয়। এ সময় ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানো গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১ জনকে হবিগঞ্জ ও ১০ জনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬৭ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তিনি বলেন আর যেন কোন সংঘর্ষ না হয়, তাই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন