চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের অভিযানে ৭০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

0
17

চট্টগ্রামে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানে ৭০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি লরি (শর্ট ভেহিকল) সহ ০১ জন গ্রেফতার করা হয়েছে।

রোববার ০৫ জানুয়ারী ভোর পৌনে ৪টার দিকে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ওয়াবদা কলোনী ডি টি রোডস্থ ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে মো: রাসেদুল ইসলাম(২৩)’কে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশ সুত্রে জানাযায়, চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব উক্য সিং ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব কাজল কান্তি চৌধুরী এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ শাহাদাৎ হোসেন খান এর নেতৃত্বে এসআই/মোঃ মোমিনুল হাসান, এসআই/মোঃ ফরহাদ মহিম, এএসআই/মো: মোবারক হোসেন, এএসআই/শন্তু শীল ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ওয়াবদা কলোনী ডি টি রোডস্থ ঈদগাহ এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি লরি(শর্ট ভেহিকল) সহ মো: রাসেদুল ইসলাম(২৩)’কে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন