গাজীপুরের কালীগঞ্জে এসএসসি -২০২০ ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী সাইবার ক্রাইমের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার ০৩ ফেব্রয়ারি তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা মো.মাহবুব আলম(২৪) জামালপুর নগরপাড়া,কালিগঞ্জের মজিবুর রহমানের ছেলে। ২.দীপ্ত দাশ (২৩) গাজীপুর জেলার কালীগঞ্জ,বাসাইর এলাকার জীবন দাশের ছেলে।
র্যাব সুত্রে জানাযায়, এই দুই বন্ধু মিলে ফেসবুকে আকাশ খান আইডি হতে প্রশ্ন ফাঁসের প্রলোভন দিয়ে কোমল মতি ছাত্র ছাত্রীদের প্রতারিত করেছে এবং ফেসবুক মেসেঞ্জার ,ওয়াটস আপ,ভাইবার এর মাধ্যমে ভুয়া প্রশ্ন সরবরাহ করবে এই প্রলোভন দিয়ে বিপুল পরিমাণ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে।বিষয়টি র্যাবের সাইবার মনিটরিং ইউনিটের নজরে আসা মাত্র,র্যাব-১,গাজীপুর ক্যাম্প উক্ত ফেসবুক ব্যবহারকারী এ চক্রের দুই সদস্যকে আটক করেছে।
পরে তাদের নিকট হতে আকাশ খান ফেসবুক আইডি,বিভিন্ন ছাত্র ছাত্রীদের সাথে মেসেজ আদান প্রদান,বিকাশের মাধ্যমে টাকা আদান প্রদান,৫ টি মোবাইল যা দিয়ে ফেসবুক চালানো হতো ১২,৫০০ টাকা যা বিকাশের মাধ্যমে সংগৃহীত উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব সকল অভিভাবকদের বলেন, আপনাদের ছেলে মেয়েরা যারা এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে তারা যেন এ ভাবে মিসগাইড না হয়,সে বিষয়ে তাদের বোঝাবেন ও খেয়াল রাখবেন।সকল এসএসসি পরীক্ষার্থী ছাত্র ছাত্রীদের জন্য শুভ কামনা রইল।