এস এম শওকত আলী,চুনারুঘাট,হবিগন্জ। এসএসসিও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিনে জেলা প্রশাসক কামরুল হাসান চুনারুঘাটের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।এবার ৯টি কেন্দ্রে ১৬টি ভেনুতে চুনারুঘাটে পরীক্ষা অনুষ্টিত হয় ৪৬৮৪ জন পরীক্ষার্থী এবার চুনারুঘাট থেকে পরীক্ষায় অংশ নেয় জেলা প্রশাসক ডিসিপি হাই স্কুল,অগ্রণী স্কুল,আমুরোড স্কুল,শ্রীকুটা আর্দশ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।এসময় উপন্হিত ছিলেন চুনারুঘাট ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে তাদের অবস্হা দেখে প্রশাংসা করেন।