২৫ ফেব্রুয়ারি,বিডিআর বিদ্রোহ ও পিলখানার নারকীয় হত্যাযজ্ঞের ১১ বছর পূর্ণ হবে।২০০৯ সালের এইদিনে আকস্মিকভাবে বুলেট আর গ্রেনেডের গর্জনে কেঁপে ওঠে পিলখানা। স্তম্ভিত হয়ে যায় বাংলাদেশ,বাকরুদ্ধ হয়ে যায় বিশ্ববিবেক।ঝরে যায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ৫৭ জন বাংলাদেশ সেনা বাহিনীর মেধাবী ও চৌকশ অফিসার ও পাঁচ জন বেসামরিক ব্যক্তি সহ সর্বমোট ৭৫ টি তরতাজা প্রাণ।এই ঘটনায় মাত্র দুইদিনে বাংলাদেশের যতজন সেনা অফিসার মৃত্যুবরণ করেছে, স্বাধীনতা যুদ্ধের পুরো নয় মাসেও এত জন সেনা অফিসার মারা যায়নি।শুধু বাংলাদেশ নয়,গোটা পৃথিবীর ইতিহাসেই এটি একটি বিরল ঘটনা।