বাল্লা স্থল বন্দর,ইকোনোমিক জোন,রেল লাইনের কাজ দ্রুত শুরু হবে-প্রতিমন্ত্রী মাহবুব আলী ।

0
64

এসএম শওকত আলী,চুনারুঘাট, হবিগন্জ।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নও উপজেলা প্রশাসন পরিষদ সমন্বয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০ ঘটিকায় ২নং আহম্মদাবাদ ইউনিয়নের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্তে, চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী । উপজেলার বিভিন্ন অধিদপ্তরের ২০/২৫স্টল দিয়ে ইউনিয়ন পরিষদে এক উন্নয়ন মেলার আয়োজন করেন।প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী বলেন, গ্রামকে শহরে রূপান্তরিত করতেই এই উদ্যোগ নিয়েছেন বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে। ইতিমধ্যেই ঢাকা-সিলেট মহাসড়কে ৮ লেনে উন্নীত করার কাজ শুরু হতে যাচ্ছে ।পদ্মা সেতুর কাজ কিছুদিনের ভিতরেই সমাপ্ত হবে ।মন্ত্রী বলেন দেশের উন্নয়ন করতে হলে সরকারের পাশাপাশি সকল জন জনসচেতন কে এগিয়ে আসতে হবে ।বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের রাষ্ট্রকে বাস্তবায়ন করার জন্য বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছেন। পাঁচ বছরের ভিতরে সমগ্র বাংলাদেশে ঘরে ঘরে বিদ্যুতায়ন করেছেন। সরকারি চাকরিজীবীদের দ্বিগুণ বেতন বৃদ্ধি করেছেন। বয়স্ক দের জন্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, প্রদান করেছেন। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে জানুয়ারির প্রথম দিনেই সকল ছাত্র-ছাত্রীদের হাতে একযোগে বই প্রদান করা হয়। মন্ত্রী আরো বলেন, যারা চোরাচালানের সাথে জড়িত তাদের ভিতর কোন দেশাত্মবোধ নেই। তাই মাদকসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য যেন ভারত থেকে আসতে না পারে সেদিকে সকলকে লক্ষ্য রেখে কাজ করতে হবে ।ইতিমধ্যেই বাল্লা স্থলবন্দর,ইকোনোমিক জোন ও বাল্লা টু সায়েস্তাগন্জে রেল লাইনের কাজ শুরু হবে। উন্নয়ন মেলায় চা শ্রমিকদের জন্য ২ কোটি ৩৭ লক্ষ এবং প্রতিবন্ধীদের জন্য ৭ লক্ষ এবং অন্যান্য জনগোষ্ঠীর জন্য ১০ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেন মাননীয় মন্ত্রী। উক্ত উন্নয়ন মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট মাধবপুর এর সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ দাশ, চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর মহালদার,পৌর আওয়ামীলীগের সভাপতি তাহের মহালদার, শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, এলজিইডি প্রকৌশলী মিশুক দত্ত সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়,কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন,আ’লীগের সহ সভাপতি আব্দুল লতিফ,যুবলীগের সভাপতি লুৎফুর চৌধুরী,গাজীপুর ইউপি চেয়ারম্যান হুুমায়ুন কবীর খাঁঁন, সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব, তাঁতী লীগের সভাপতি কবির খন্দকার। উপস্থিত ছিলেন কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল আহমেদ,সাংবাদিক নুরুল আমিন,আব্দুর রাজ্জাক রাজু,খন্দকার আলাউদ্দিন,নাসির উদ্দিন,মীর জুবায়ের,এম এ বাতেন,জিলানী আখন্জি,এস এম শওকত আলী,মোঃমামুন মিয়া, কাজল,ইউপি সদস্য এবং চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ কৃষকলীগ তাঁতী লীগ সহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন