উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণ

0
17

উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে উত্তরার হাউজ বিল্ডিং সড়কে হঠাৎ এ বিস্ফোরণ হয়। পাশেই মেট্রোরেলের কাজ চলছিল।

ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিস্ফোরণ ও আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। শেষ খবর (১২টা ১০ মিনিট) পাওয়া পর্যন্ত লিকেজ থেকে গ্যাস বের হচ্ছে, তবে আগুন বা ধোঁয়া নেই। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

সুত্র: জাগো নিউজ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন