আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে গঠন করা হয়েছে। কালীগঞ্জ ক্যাডেট একাডেমির পরিচালক মো. সাইফুল ইসলামকে সভাপতি ও ফুলকুঁড়ি কিন্ডার গার্টেনের পরিচালক এস এম ইকবাল হোসেনকে সাধারন সম্পাদক করে উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা যায়।
বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌর সংলগ্ন আল মদিনা শপিং এন্ড হাউজিং কমপ্লেক্রো কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে মুহাম্মদ ছাদেক হোসাইনের সভাপতিত্বে এক নির্বাচনী সাধারন সভায় এই কমিটি গঠন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, মুজিবুর রহমান, শেখ মো. রাসেল,মো. রুহুল আমিন কাজী, মো. রুহুল আমিন, আয়েশা সিদ্দিকী সাথী, রিয়াদ হাসান ও শেখ মো. ফারুক হোসেন প্রমুখ।