শুভ সকাল
এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)::
আজ- শুক্রবার, ২০ মার্চ ২০২০ খ্রি. ৬ চৈত্র ১৪২৬ বাংলা, ২৪ রজব ১৪৪১ হিজরি।
বাণী চিরন্তনীঃ- (সূরা বাকারাহ আয়াত-১৫৬) আল্লাযীনা ইযায় আছোয়া-বাত্হুম্ মুছীবাতুন্ ক্বা-লূ য় ইন্না-লিল্লা-হি অইন্না- ইলাইহি রা-জ্বি‘ঊন্। বাংলা অনুবাদঃ যারা, তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তাঁর দিকে প্রত্যাবর্তনকারী।
একনজরে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম, মৃত্যু, ছুটি ও বিশেষ দিবস।
ঘটনাবলীঃ-
১৬৮৬ – কলকাতার সুতানটি গ্রামে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন করা হয়।
১৭৩৯ – নাদির শাহ দিল্লি দখল করেন।
১৮১৪ – যুবরাজ উইলিয়াম ফ্রেডরিক নেদারল্যান্ডসের রাজা হন।
১৯৩৫ – ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়।
১৯৯১ – খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
জন্ম
১৪৯৭ – আটাওয়ালপা, ইনকা সম্রাট।
১৬১৫ – মোঘল সম্রাট শাহজাহানের প্রথম পুত্র। দারাশিকো
১৮২৮ – হেনরিক ইবসেন, একজন নরওয়েজীয় নাট্যকার যিনি আধুনিক বাস্তবতাবাদী নাটকের সূত্রপাত করেছেন।
১৯৮৯ – তামিম ইকবাল, বাংলাদেশজাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান।
মৃত্যু
১৯২৬ – কাজী ইমদাদুল হক, ব্রিটিশ ভারতের বাঙালি কবি।
১৯৬২ – বীরেশচন্দ্র গুহ ভারতের প্রখ্যাত প্রাণরসায়ণ বিজ্ঞানী। (জ.০৮/০৬/১৯০৪)
১৯৭৩ – শ্যামাপদ গোস্বামী প্রখ্যাত বাঙালি সাঁতারু।(জ.১৯০৫)
১৯৮৮ – অখিলবন্ধু ঘোষ বিশিষ্ট বাঙালি সঙ্গীত শিল্পী।(জ.১৯২০)
১৯৯১ – রমা চৌধুরী ভারতের প্রখ্যাত বাঙালি শিক্ষাবিদ ও লেখিকা ।(জ.০৮/০২/১৯৯১)
২০১৩ – বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সিঙ্গাপুরে পরলোকগমন।
২০১৭ – লেখিকা অধ্যাপক জুবাইদা গুলশান আরা।
(তথ্যসূত্রঃ- উইকিপিডিয়া)