শ্রীপুরে করোনা ভাইরাসের বিস্তার রোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ

0
44

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ সারাবিশ্বে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে ইউরোপের দেশ গুলোতে মহামারী আকার ধারন করেছে।বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে করোনা ভাইরাসের বিস্তার রোধে স্থানিয় জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। শুক্রবার বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শহীদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কালাম আজাদ,গাজীপুর জেলা বিএনপির নেতা শরিফ আহমেদ সিদ্দিকী,তিতুমীর সরকারি কলেজের সাধারণ সম্পাদক হিমেল হক, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, শাহজাহান মোড়ল, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুউদ্দিন বিএসসি, গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক কায়সার মৃধা খোকন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহজাহান সজলসহ স্থানিয় নেতৃবৃন্দ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন