শ্রীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে সুন্নতে খৎনার অনুষ্ঠান, ভ্রামমান আদালতের জরিমানা

0
152

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে শ্রীপুর উপজেলাধীন বিভিন্ন স্থানে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সভা সমাবেশসহ সকল প্রকার গণজমায়েত স্থগিত করে উপজেলা প্রশাসন।

শুক্রবার ২০ মার্চ দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের বরামা দক্ষিণ পাড়া গ্রামে ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠানের আয়োজন করেন শরিফুল ইসলাম। পরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ছেলের সুন্নতে খৎনার মাধ্যমে গণজমায়েতের আয়োজন করায় শরিফুল ইসলাম কে ৫০,০০০/ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। ভ্রামমাণ আদালতের পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীন।

স্থানীয়রা জানান, বরামা দক্ষিন পাড়া গ্রামের শরিফুল ইসলাম তার ছেলে সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রায় পাঁচশত মানুষকে দাওয়াত করেন। স্থানিয়রা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অনুষ্ঠানের আয়োজন করতে নিষেধ করে। তিনি নিষেধাজ্ঞা অমান্য করে অনুষ্ঠান চালিয়ে যান। পরে খবর পেয়ে শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে।

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার জানান, আমি সরকারী নির্দেশনা পাওয়ার পর থেকে ইউনিয়নের লোকদের সচেতন করছি। অনুষ্ঠানের আয়োজনের খবর পেয়ে ওই এলাকায় লোক পাঠিয়ে কোন ধরনের অনুষ্ঠান না করতে নিষেধ করেছি। তারপরও তারা অনুষ্ঠান আয়োজন করেছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীন জানান, করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে শ্রীপুর উপজেলাধীন বিভিন্ন স্থানে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সভা সমাবেশসহ সকল প্রকার গণজমায়েত স্থগিত করে উপজেলা প্রশাসন। যে কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে আইনের আওতায় আনা হবে।বরমীর বরামা এলাকায় সরকারী নির্দেশ অমান্য করে সুন্নতে খৎনা অনুষ্ঠান আয়োজন ও প্রায় ৫০০ এর উপরে জনসমাগম করে তাদের আপ্যায়নের ব্যবস্থা করায় শরীফুল ইসলাম নামের এক ব্যক্তিকে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫০,০০০/- অর্থদন্ড প্রদান করা করা হয়।

উল্লেখ্য, ১৯ মার্চ রাতে শ্রীপুর উপজেলা প্রশাসনের ফেইসবুক পেইজ থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী করােনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশের মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে শ্রীপুর উপজেলাধীন বিভিন্ন স্থানে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সভা সমাবেশসহ সকল প্রকার গণজমায়েত স্থগিত করা হয়েছে। এছাড়া শ্রীপুর উপজেলাধীন সকল রিসাের্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, কমিউনিটি সেন্টার, সিনেমা হল, পার্ক ও পর্যটন স্থানসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। এছাড়া, সাম্প্রতিক সময়ে বিদেশ থেকে আসা সকলকে নির্ধারিত কোয়ারেন্টাইন সময় (বিদেশ থেকে আসার পর ১৪ দিন)পর্যন্ত নিজ নিজ ঘরের বাইরে না যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলাে। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে সকলকে আতঙ্কিত না হয়ে করােনা ভাইরাস সংক্রমন প্রতিরােধে সচেতন হওয়ার জন্য অনুরােধ করা হলো।এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন