আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
থাকবে না কেউ না খেয়ে,খাদ্য যাবে অসহায় পরিবারের ঘরে ঘরে- এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর-৫ নির্বাচনী এলাকায় করোনাভাইরাসের কারনে কর্মহীন ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা করলেন মেহের আফরোজ চুমকি এমপি। শনিবার সকাল থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি তার নির্বাচনী পুবাইল কুদাবো এলাকায় ২শত অসহায় হতদরিদ্র মানুষের মাঝে চাল,ডাল,আলু,পেয়াজসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ।
এর পর মেহের আফরোজ চুমকি এমপি বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মূলগাঁও সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠে বাড়লে সচেতনতাবোধ, করোনাভাইরাস হবে প্রতিরোধ এই স্লোগানে প্রাণ-আরএফএল কোম্পানীর উদ্যোগে ৫ শতাধিক দিনমজুর অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল ও লবন খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ।
এছাড়াও মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বিকেল সাড়ে তিনটার দিকে কালীগঞ্জ পৌর ঘোনাপাড়া এলাকায়।
জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নুর উদ্যোগে ৩ শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১কেজি ডাল,১ কেজি পিয়াজ ও একটি হুইল সাবান বিতরণ করেছেন।
এই সময় অসহায় হতদরিদ্র মানুষদের করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার জোর তাগিদ দেন মেহের আফরোজ চুমকি এমপি। এই তার সাথে উপস্থিত ছিলেন নিজ নিজ ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা।