মাধবপুরে বজ্রাঘাতে একজন নিহত

0
12

এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে গরুর জন্য ঘাস কাটতে হাওরে গিয়ে বজ্রাঘাতে সিরাজ উদ্দিন (৫৫) নামে এক কৃষক মারা গেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলার শাহজাহান ইউপির উত্তর সুরমা গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। নিহত কৃষক সিরাজ উদ্দিন উত্তর সুরমা গ্রামের মৃত সাজ উদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা গ্রামের কৃষক সিরাজ মিয়া সকাল সাড়ে ৭টার দিকে গ্রামের পাশে হাওরে গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় হঠাৎ বজ্র-বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে তিনি ঘটনাস্হলে তিনি মারা যান। খবর পেয়ে তার স্বজনরা লাশ উদ্বার করে বাড়িতে নিয়ে আসেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন