শ্রীপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

0
43
 জি নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ আগষ্ট) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের মানিক মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ময়মনসিংহের পাগলা এলাকার জয়দর গ্রামের শৈলাল মল্লিকের ছেলে অরুণ (৩০) এবং শ্রীপুরের কাওরাইদ এলাকার গুণি ফকিরের ছেলে মানিক মিয়া (৩৫) । শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা জানান, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিক মিয়ার বাড়িতে মাদক কেনা-বেচা কালে ১কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। তার দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। থানায় তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন