জি নিউজ ডেস্কঃ গাজীপুর মহানগর বিএনপির আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হাসান উদ্দিন সরকারকে আহব্বায়ক এবং সোহরাব উদ্দিনকে যুগ্ম আহব্বায়ক করা হয়েছে।
বুধবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত ২৬ জুন অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হাসান উদ্দিন সরকার বিএনপির প্রার্থী ছিলেন। আর সোহরাব উদ্দিন ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক।২০১৩ সালের ফেব্রুয়ারীতে গাজীপুর সিটি করপোরেশনে উন্নীত হলেও দীর্ঘ পৌনে ৬ বছর ধরে কমিটি বিহীন ছিল গাজীপুর মহানগর বিএনপি।