যুক্তরাষ্ট্রে আগামী ২৪ মে রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর

0
25

মো: নাসির নিউ জার্সি,আমেরিকা থেকে — যুক্তরাষ্ট্রে আগামী ২৪ মে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে ধর্মপ্রাণ মুসলমানগণ উদযাপন করবে প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রে গত ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছিল পবিত্র রমজান। ৩০ রোজা পূর্ণ করে ২৪ ঘন্টা লকডাউনের মধ্যে ঘরে বসে এবার ঈদের নামাজ আদায় করতে হবে। কোথাও ১০ জনের বেশি জমায়েত না হওয়ার নির্দেশনা রয়েছে কতৃপক্ষের। তাই ঈদগাহে কিংবা মসজিদে ঈদের জামাত করার কোন সুযোগ নেই এবার। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে কতৃপক্ষ।
সিনিয়র ইসলামিক স্কলাররা ঘরে ঈদের নামাজ আদায়ের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। তারা বলেছেন, ঘরে ঈদের নামাজ আদায় করতে কোন বাঁধা নেই। সবাইকে ঈদের নামাজ ঘরে আদায়ের পরামর্শ দিয়েছেন ইসলামিক স্কলাররা।
এদিকে করোনাভাইরাস মহামারির কারণে এবার ঈদের আনন্দ নেই প্রবাসীর মাঝে।
এদিকে,সৌদি আরবেও ঈদুল ফিতর উদযাপিত হবে ২৪ মে রোববার। আর বাংলাদেশে ২৫ মে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানা গেছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন