মো: নাসির নিউ জার্সি, আমেরিকা থেকে–গত শনিবার ২৩শে মে নিউইয়র্কে জামাইকায় ১৭৯ ষষ্ঠীর
বিশ্বের সেরা পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) এর মধ্যে বাংলাদেশেীদের সংগঠন বাংলাদেশ আমেরিকান পুলিশ এসোসিয়েশন বাপার অন্তর্ভুক্ত ট্রাফিক ডিপার্টমেন্টের ট্রাফিক সার্জেন্ট বাংলাদেশ বংশোদ্ভূত হানিফ তানিম ও তার পরিবারের কাছে ২২ হাজার ডলারের চেক হস্তান্তর করেন।খবর বাপসনিউজ।
হানিফ তানিম কিছুদিন পূর্বে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তার মস্তিষ্কে একটি টিউমার ধরা পড়ে । বাপার পক্ষ থেকে বাপার প্রেসিডেন্ট কারাম চৌধুরী তার সমন্বয়ে সবার পক্ষ থেকে একটি চেক প্রদান করেন এবং তার বাসায় খাবার এবং হসপিটালে যাওয়া আসার সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস প্রদান করেন এইসময় উপস্থিত ছিলেন প্রথম ভাইস প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকি ,সেক্রেটারি প্রিন্স আলম ,সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, ট্রেজারার রাশেদ মালিক ,কোট্রেজারার মেহেদি মামুন ,ইভেন কোডিনেটর ও বাপসনিউজ সাংবাদিক সরদার আল মামুন কমিউনিটি রিলেশন মাসুদুর রহমান ,সাঈদ এনায়েত আলীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এই এখানে উপস্থিত ছিলেন।