আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
দিন যত যাচ্ছে আর কালীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা তত বেড়েই চলছে। এই যাবত কালীগঞ্জ উপজেলায় ১০৭০ জন নারী-পুরুষের করোনা নমুনা পরীক্ষা করানো হয়। এদের মধ্যে এই যাবত ১২০ জনের নমুনা পরীক্ষায় পজেটিভ পাওয়া গেছে। করোনায় আক্রান্তদের মধ্যে ৯১ জন সুস্থ হয়ে উঠেছে বলে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রা সূত্রে জানা যায়।
সোমবার সকালে কালীগঞ্জ সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,নতুন করে আরোও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। কালীগঞ্জ পৌর এলাকায় ২ জন, জামালপুর ১ জন ও বাহাদুরসাদী ২ জন করোনা নমুনায় পজেটিভ পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মত,আতঙ্কিত নয় সচেতনতাই পারে এই মহামারী করোনা থেকে মানুষকে বাঁচাতে।