মোঃ নাসির,বিশেষ প্রতিনিধি :-স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও আরো চার দপ্তরে দেওয়া হয়েছে নতুন সচিব। স্বাস্থ্য সেবা বিভাগে ভূমি সংস্কার বোর্ডের সচিব পদমর্যাদার সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান কে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়াও স্বাস্থ্য সেবা বিভাগের সদ্যবিদায়ী সচিব মোঃ আসাদুল ইসলাম কে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব পদমর্যাদার মোঃ ইয়ামিন চৌধুরীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব,এমডিএসের অতিরিক্ত সচিব পদমর্যাদার বিসিএস প্রশাসনে নিয়োজিত আখিয়া খাতুনকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইয়াকুব আলী পাটোয়ারীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা- ০১ থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।