মো: নাসির,নিউ জার্সি,আমেরিকা থেকে–মার্কিন প্রেসিডেন্ট তেহরানকে ইঙ্গিতে আলোচনার যে প্রস্তাব দিয়েছেন তা ফের নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান এবং পরমাণু সমঝোতার অপর পক্ষগুলো কখনোই আলোচনার টেবিল ত্যাগ করেনি। ইরান পরমাণু সমঝোতার সকল শর্ত মেনে চলেছে। আমেরিকা অঙ্গিকার ভঙ্গ করে ওই সমঝোতা লঙ্ঘন করেছে। খবর তেহরান টাইমস’র।