জি নিউজ ডেস্কঃ : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেছেন , পুলিশ জনহয়রানি মোলক কোন কাজ করলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জিএমপি কমিশনার আরও বলেন পুলিশ
চাঁদাবাজি, জনহয়রানি করছে কি না, আমরা সাংবাদিকদের কাছ থেকে তথ্য পাব এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কোন পুলিশ সদস্য জড়িত থাকলেও পার পাবে না। আশা করি, একটা উন্নতি আসবে।
কমিশনার আরও বলেন, প্রধানমন্ত্রী ১৬ সেপ্টেম্বর সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিএমপির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জেলা পুলিশ লাইনসে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।