করোনাভাইরাসের নকল রিপোর্ট: আরও এক প্রতিষ্ঠান সিলগালা

0
35

জি-নিউজ ডেস্কঃ
এসএইচএস হেলথকেয়ার হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের সাহায্যে নকল করোনাভাইরাস টেস্ট রিপোর্ট তৈরি করা হতো নকল করোনাভাইরাস রিপোর্ট সরবরাহের দায়ে আরও এক বেসরকারি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রবিবার (১২ জুলাই) রাজধানীর ডেমরা এলাকার এসএইচএস হেলথ কেয়ার হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।

পরে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসএইচএস হেলথ কেয়ার হাসপাতালের মালিককে জরিমানা ও কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক ও র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি বলেন, “প্রতিষ্ঠানের মালিক সাখাওয়াত হোসেন সুমনকে দুই লাখ টাকা জরিমানা ও ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তার প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ ছিল না।”একই সাথে প্রতিষ্ঠানটির মেডিকেল টেকনোলজিস্ট অসিম মণ্ডল ও ফার্মাসিস্ট কাকন মিয়াকে জরিমানা করা হয় বলেও জানান তিনি।

ম্যাজিস্ট্রেট বসু আরও বলেন, “নিজেকে একজন চিকিৎসক হিসেবে দাবি করেছেন সুমন। কিন্তু অভিযান চলাকালে নিজের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। তার প্রতিষ্ঠানে কর্মরত এক চিকিৎসকের সাহায্যে তিনি নকল করোনাভাইরাস টেস্ট রিপোর্ট তৈরি করতেন।”

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটিতে খুবই নোংরা পরিবেশ বিরাজমান। উপযুক্ত সরঞ্জাম ছাড়াই আইসিইউইয়ের কাজ চালানো হচ্ছিল।

এদিকে রাজধানীর মহাখালী ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার ও ওষুধ জব্দ করেছে র‍্যাব। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান জানান, নকল হ্যান্ড স্যানিটাইজার ও ওষুধ রাখার দায়ে ৩ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন