গাজীপুরে ভবানীপুর ও পোড়াবাড়ি এলাকায় মোবাইল কোর্টের বিশেষ অভিযান

0
76

গাজীপুর: গাজীপুরে সদরের ভবানীপুর ও পোড়াবাড়ি এলাকায় জাতীয় মৎস সপ্তাহ ২০২০ উপলক্ষে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মৎস্য খাদ্য উৎপাদন ও লাইসেন্সের অন্যান্য শর্ত অমান্য করায় টয়ো ফিড লি : ও কিংডম এগ্রো ফিডস লি : কে অর্থদন্ড দেয়া হয়।

বৃহস্পতিবার ২৩ জুলাই সদরের ভবানীপুর ও পোড়াবাড়ি এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেন রাবেয়া পারভেজ, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর । এসময় জেলা মৎস্য অফিসার ও গাজীপুর সদর উপজেলার মৎস্য অফিসার এবং আনসার সদস্যরা সহায়তা করেন।

মোবাইল কোর্ট সুত্রে জানা যায়, অভিযান চলাকালে অনুমোদনহীন মৎস্য খাদ্য উৎপাদন ও লাইসেন্সের অন্যান্য শর্ত অমান্য করায় মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ মোতাবেক টয়ো ফিড লি : কে ৫০০০০/ টাকা ও কিংডম এগ্রো ফিডস লি : কে ৪০০০০/ টাকা অর্থদন্ড দেয়া হয়। এসময় অনুমোদন ছাড়া উৎপাদিত মৎস্য খাদ্য জব্দ করে উপজেলা মৎস্য কর্মকতার মাধ্যমে উপজেলার পরিষদের সরকারি পুকুর, শিং দিঘী আশ্রয়ন প্রকল্পের খাস পুকুর ও ছয়করা আদর্শ গ্রামের সরকারি পুকুরে মাছের খাদ্য হিসেবে ব্যবহারের জন্য উপজেলা নির্বাহী অফিসার গাজীপুর সদরের নিকট হস্তান্তর করা হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন