প্রায় ৩ লক্ষ টাকার জাল নোট ও টাকা তৈরীর সরাঞ্জমাদি উদ্ধার,গ্রেফতার-৩

0
34

জি-নিউজঃ টাঙ্গাইল সদর থানাধীন করটিয়া পূর্বপাড়া এলাকায় ডিবি (উত্তর) বিশেষ অভিযানে জাল টাকা ২,৭৭,৫০০/- (দুই লক্ষ সাতাত্তর হাজার পাঁচশত) ও জাল টাকা তৈরীর সরাঞ্জমাদি উদ্ধারসহ জাল টাকার কারবারি চক্রের ০৩ সদস্য গ্রেফতার করেছে।

টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেনের নের্তৃত্বে এসআই/মোঃ নুরুজ্জামান, এসআই/মোঃ কামাল হোসেন, এএসআই/সুমন চৌধুরী, এএসআই/মোঃ আবু হাশেম ও সঙ্গীয় ফোর্সদের বিশেষ অভিযান পরিচালনাকালে টাঙ্গাইল সদর থানাধীন করটিয়া পূর্বপাড়া এলাকা হতে ৫০০ টাকার নোটের ২ লক্ষ ৭৭ হাজার পাঁচশত জাল টাকা, জাল টাকা তৈরীর কাজে ব্যবহৃত ০১ সেট কম্পিউটার, ০১ টি কালার প্রিন্টার ও জাল টাকা তৈরীর সরাজঞ্জমাদি উদ্ধারসহ জাল টাকার কারবারি চক্রের ০৩ সদস্য গ্রেফতার।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন