হবিগঞ্জ শহর এলাকায় ঈদকে সামনে রেখে নারী ছিনতাইকারীদের উপদ্রুব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বি-বাড়িয়া জেলাসহ বিভিন্ন অঞ্চল থেকে হবিগঞ্জ শহরে এসে তাদের ছিনতাই কার্যক্রম অবাধে চালিয়ে যাচ্ছে ওই চক্রটি। বৃহস্পতিবার (২৩ জুলাই) হবিগঞ্জ শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় এক পথচারী মহিলার গলার চেইন ছিনতাইকালে স্থানীয় লোকজনের হাতে আটক হয় ৩ নারী ছিনতাইকারী।
জানাযায়, ঈদকে সামনে রেখে মার্কেটে আসা নারী ক্রেতাদের টার্গেট করে ওই নারী ছিনতাইকারীরা। প্রায় প্রতিদিনই বিভিন্ন মার্কেটে চলে তাদের তৎপরতা। গতকাল জনতার হাতে আটক হয় ধরমন্ডল গ্রামের আক্তার আলীর স্ত্রী নাছিমা আক্তার (২২), একই এলাকার মৃত আকছির মিয়ার স্ত্রী আফিয়া আক্তার (৩৫), শাহজাহান মিয়ার স্ত্রী আকলিমা (৩০)। পরে পুলিশকে খবর দিলে সদর থানার এসআই পলাশ চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে তাদের গ্রেফতার করে। গতকালই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।