আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
দেশের ৬৩ জেলায় ২০০৫ সালের ১৭ আগষ্ট একযোগে সিরিজ বোমা হামলা চালিয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকার। সিরিজ বোমা হামলায় জড়িত ও পৃষ্ঠপোষকতাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। সিরিজ বোমা হামলায় যারা শহীদ হয়েেেছন তাদের আত্মা মাগফিরাত কামনা করে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুর্শেদ কলি খানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরীর পরিচালনায় সিরিজ বোমা হামলা দিবসটি অনুষ্ঠিত হয়।
এই সময় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন ও সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের মাষ্টার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তাসলিমা রহমান লাভলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম দেওয়ান, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সাবেক ভিপি আবুল হাসনাত চৌধুরী টুটুল, কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন, পৌর যুবলীগের নির্বাহী সদস্য আজাদ ফয়সাল আহমেদ সাজ্জাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা, সাধারন সম্পাদক ওয়াহিদ হাসান, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক পিয়ারা বেগম শান্তা, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী আল রাফু অমিত, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম শেখ, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি এম আই লিকন, সাধারন সম্পাদক ওয়াসিম মোল্লাসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।