পাবনা মানসিক হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতে অভিযান, ৮ দালালের সাজা

0
24

জি-নিউজঃ
পাবনার হেমায়েতপুরের মানসিক হাসপাতাল মানসিক রোগের চিকিৎসায় একটি সুপরিচিত নাম। দেশ বিদেশে খ্যাতি কুড়ানো এ হাসপাতালে সম্প্রতি বেড়েছে দালালের দৌরাত্ম্য। তাদের উৎপাতে নাজেহাল রোগীর আত্মীয় স্বজন। অনেক স্বাভাবিক নিয়মের গতিপথ পরিবর্তন করেছে দালাল চক্র। রোগী ভর্তি করানো থেকে শুরু করে পদে পদে তারা জোরপূর্বক আদায় করছে বখশিশ। আর তা দিতে না পারলে নানাভাবে হয়রানি হতে হয় রোগীর স্বজনদের।

অবশেষে র‍্যাব-১২ এর টিম হাজির সেখানে। চালানো হয় দালাল বিরোধী অভিযান। আটক করা হয় দালাল চক্রের ০৮ সদস্যকে। পরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্নি ইসলামের আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানার আদেশ দেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন