শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে র্যালি আলোচনাসভা ও ২২ পাউন্ড কেক কেটে যুগান্তরের ২২ বর্ষে পদার্পন অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১ টায় শ্রীপুর জেলা পরিষদ ডাকবাংলোয় যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আনিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওনা হাইওয়ে থানার (ওসি) এ আর এম আল মামুন, শ্রীপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার, শ্রীপুর উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমু,বরমী বণিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সরকার, দৈনিক ইনকিলাবের শ্রীপুর উপজেলা প্রতিনিধি এম.এ মতিন, যুগান্তরের স্টাফ রিপোর্টার (গাজীপুর) আবুল কাশেম, যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েল, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি রোকেয়া আক্তার কণা, গাজীপুর মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আঞ্জুমান আরা শিউলি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুস সালাম রানা, এম এম ফারুক, আব্দুল লতিফ, কবির সরকার, জামাল উদ্দিন, মাহফুজুর রহমান ইকবাল, নজরুল ইসলাম মাহবুব, মাহমুদুল হাসান, আকতার হোসেন, হাদিউল আলম মোড়ল,এস এম সোহেল রানা, আলফাজ উদ্দিন স্বপন, হোসাইন আলী বাবু, রাতুল মন্ডল, জোনায়েত আকন্দ, বায়েজিত আকন্দ, আরিফ প্রধান, আরিফ মন্ডল, মো: মোজাহিদ,আবু সাইদ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর ও গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।