ফেনীতে হোটেলে অভিযান অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ১ লাখ টাকা জরিমানা

0
23

শাহাব মাহমুদ বাবু,ফেনী প্রতিনিধিঃ

ফেনীর দাগনভূঞায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে এক ব্যাক্তির এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত পৌর এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
বাখরাবাদ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার নামার বাজারে অবস্থিত বেলাল হোটেল এন্ড কাবাব হাউজে সন্ধ্যায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধ গ্যাস ব্যবহার করার চিত্র দেখে হোটেলের মালিক বেলাল হোসেন সমীরকে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ব্যবহৃত অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিভিউশনের কুমিল্লা অঞ্চলের ডিজিএম প্রকৌশলী আজহারুল আলম, ব্যবস্থাপক জসিম উদ্দিন, সাহাব উদ্দিন, উপ-ব্যবস্থাপক মো: সেলিম, উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন