শাহাব মাহমুদ বাবু,ফেনী প্রতিনিধিঃ
র্যাব-৭, ফেনী ক্যাম্পের কমান্ডার জুনায়েদ জাহিদী জানান গোপন সংবাদের ভিত্তিতে তাকিয়া রোডস্থ আবুল বশরের মসলার কারখানায় অভিযান চালানো হয় আজ বিকেল পাঁচটায়। অভিযানের খবর পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে মিল-কারখানা মালিক মোঃ আবুল বশর (৫০), কে আটক করা হয়।
আবুল বাশার মধুয়াই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
এ সময় তার কারখানা তল্লাশি করে ৬টি বস্তার ভিতরে ভেজাল রং মিশ্রিত মরিচের গুঁড়া মোট ২৪২ কেজি জব্দ করা হয়। আবুল বাশার জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবৎ অসৎ উপায় অবলম্বন করে বিভিন্ন মসলাসহ মরিচের গুঁড়ার সাথে, রং ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রন করে ভেজাল মসলা তৈরী করে আসিতেছে বলিয়া স্বীকার করে।