উপসাগর থেকে যুদ্ধজাহাজ সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

0
21

মোঃ নাসির, নিউ জার্সি(আমেরিকা)প্রতিনিধিঃউপসাগরীয় অঞ্চল থেকে বিমানবাহী একটি যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি ২ ফেব্রুয়ারি মঙ্গলবার জানান, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস নিমিতজ স্ট্রাইক গ্রুপটি মধ্যপ্রাচ্যের কেন্দ্রীয় সামরিক কমান্ড থেকে ইন্দো-প্যাসিফিক কমান্ড অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে। তবে নয় মাস ধরে সাগরে অবস্থান করা যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে কি না, তা নিশ্চিত করেননি তিনি।

তবে তিনি জানান, ট্রাম্প প্রশাসন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ালেও বাইডেন প্রশাসন সেখানে নিরাপত্তার জন্য যুদ্ধজাহাজ রাখার দরকার মনে করছে না। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি কিংবা এই অঞ্চলের মিত্রদের ওপর ইরানের কোনও হুমকি যুক্তরাষ্ট্র দেখছে কিনা সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।

তিনি জানান, কোনো হুমকি তৈরি হলে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে বিশ্বাস করেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। অদূর ভবিষ্যতে ইউএসএস নিমিতজকে আবারও উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হবে কি না তাও জানাতে চাননি পেন্টাগনের মুখপাত্র।

জন কিরবি আরো জানান, মার্কিন নৌবাহিনীর বিমানবাহী যুদ্ধজাহাজের পরিমাণ সীমিত। তিনি বলেন, ‘আমরা প্রতিনিয়ত হুমকি পর্যবেক্ষণ করি। যথাযথ সক্ষমতা দিয়ে সেই হুমকি মোকাবিলার চেষ্টাও করি।

যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়াকে ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের তীব্র উত্তেজনা তৈরি হয়। তবে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের প্রতি নমনীয় হতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন