হবিগঞ্জের মূখোমূখি সংঘর্ষ থেকে রক্ষা পেলো যাত্রীবাহী বাস

0
29

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া নামক স্থানে মালবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহন মূখোমূখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। র্দুঘটনা থেকে রক্ষা পেতে রাস্তার পাশে থাকা গাছ এবং বিদ্যুতের খুটিতে ধাক্কা খেয়ে আটকে যায় বাসটি। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে আন্দিউড়া এবং বেজুড়া বাসস্টেন্ডের মাঝামাঝি স্থানে এ র্দুঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন জানায়, হঠাৎ র্দুঘটনার শব্দ হলে দেখা যায় গাছের সাথে গাড়িটি আটকে আছে। গাড়িতে থাকা যাত্রী সকলে চিৎকার করছে। গাড়ির চালক সবার আগেই গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। গাড়িটি গাছ এবং বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে নিকটস্থ দুটি বিদ্যুতের ট্রান্সফর্মার শক লেগে আগুনে পুড়ে গেছে । তবে গাছ এবং খুঁটি না থাকলে গাড়িটি রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা ছিল।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন