ফেনী র রামপুরে পোড়া তেলে নকল চিপস্ ভাজা দুই প্রতিষ্ঠানকে জরিমানা

0
20

শাহাব মাহমুদ বাবু,ফেনী প্রতিনিধিঃ ফেনীতে পোড়া তেলে নকল চিপস কারখানায়সহ ০৩ মার্চ বুধবার দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

ভোক্তা অধিকার অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, অপরিষ্কার পরিবেশে শিশুখাদ্য চিপস প্যাকেজিং, পোড়া তেল ব্যবহার ও এক ব্রান্ডের মোড়ক অনুমোদন নিয়ে অন্যান্য বিভিন্ন ধরনের মোড়ক ব্যবহার করার অপরাধে ফেনী সদরের মধ্যম রামপুরে অবস্থিত মেসার্স আহাদ ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ৩০ লিটার পোড়া তেল ফেলে দেয়া হয়। প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে সংশোধনের জন্য বলা হয়।

একজন সচেতন ভোক্তা মঙ্গলবার রাতে মহিপাল থেকে ১ কেজি আংগুর নিজে বাছাই করার পরেও মুহূর্তের মধ্যে তাকে পঁচা আংগুর দেওয়া হয়। ভুক্তভোগী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানান। সেই সূত্রে ০৩ মার্চ বুধবার অভিযুক্ত দোকানে গেলে দোকানদার স্বীকার করে বলে এটি অজান্তে হয়েছে। এ ধরনের ভুল আর হবে না। প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করায় তাকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অভিযোগকারী ভোক্তাকে নতুন ১ কেজি আংগুর প্রদান করা হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন