শাহাব মাহমুদ বাবু,ফেনী প্রতিনিধিঃ
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ জুনায়েদ জাহেদী জানান গোপন সংবাদের ভিত্তিতে ০২ মার্চ গভীর রাতে র্যাব-৭, ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল চট্রগ্রাম জেলার মীরসরাই বাজারে অবস্থান করিয়া অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা কালে সন্দেহজনক ব্যক্তিদেরকে তল্লাশী করাকালীন সময়ে আমাদের উপস্থিতি টের পাইয়া ২ জন ব্যক্তি যাত্রীবাহী বাস থেকে নেমে দৌড়াইয়া পালাইয়া যাওয়ার চেষ্টা করিলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় চট্রগ্রাম জেলার মীরসরাই
থানাধীন ঢাকা চট্রগ্রাম হাইওয়ে রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিঃ মীরসরাই এজেন্সীর শাখার সামনে থেকে উক্ত ব্যক্তিদ্বয়কে ধৃত করিতে সক্ষম হই। তথায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী মোঃ জুনায়েদ ও মোঃ হামিদের দেহ তল্লাশী করে তাদের দখলে থাকা ব্যাগ হতে ১৬ কেজী গাঁজা উদ্ধারপূর্বক আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা পরস্পর যোগসাজসে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য (গাঁজা) ফেনীর সীমান্তবর্তী এলাকা হইতে আনয়ন করিয়া চট্রগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ৫৬ হাজার টাকা।