শাহাব মাহমুদ বাবু,ফেনী প্রতিনিধিঃ ফেনীর লালপুলে ৫ মার্চ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১১শ ২৫ পিস ইয়াবা
ট্যাবলেটসহ মাদক কারবারী মাে. আমির হোসেন (৩৫) কে আটক করেছে র্যাব।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৬২ হাজার ৫শ টাকা।
র্যাব-৭, ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাে.
জুনায়েদ জাহেদী জানান, র্যাব গােপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয়
মাদক কারবারী চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের পাশে ফেনীর লালপােল জিরেো
পয়েন্ট ক্যাফে শাহীনুর হােটেলের সামনে পাঁকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয়ের
জন্য অবস্থান করছে। র্যাবের একটি দল লালপোল জিরাে পয়েন্টে ক্যাফে শাহীনুর
হােটেলের সামনে পাঁকা রাস্তার উপর উপস্থিত হওয়া মাত্রই এক ব্যক্তি দৌড়ে
পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় র্যাব সদস্যরা খাগড়াছড়ির রামগড়ের বলিপাড়া গ্রামের আলী আহম্মদ ও
জরিফা বেগমের ছেলে মাে. আমির হাসেন (৩৫) কে আটক করে। তাকে তনল্লাশী
করে প্যান্টের পকেট থেকে ১ হাজার ১শ ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৬২ হাজার ৫শ টাকা।