শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর নোয়াবাদ গ্রামে বাক প্রতিবন্দ্বি এক যুবতিকে এক লম্পট ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল। জানা যায়, মঙ্গলবার ২৩ অক্টোবর দুপুরে অসুস্থ অবস্থায় ওই যুবতিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যুবতির পিতা জানান, একই গ্রামের মৃত আকল মিয়ার পুত্র বখাটে মজনু মিয়া (৩০) তাদের আত্মীয়তার সুযোগে বাড়িতে আসা যাওয়া করত। গত শুক্রবার রাত ৮টায় বাড়িতে একা থাকার সুযোগে লম্পট মজনু মিয়া বাড়িতে এসে ওই যুবতিকে ধর্ষণ করে চলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন টাকার বিনিময়ে বিষয়টি রফাদফার ব্যর্থ চেষ্টা করেন। এদিকে, ওই যুবতির অবস্থা অবনতি হলে তাকে গতকাল দুপুরে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে সদর থানার এসআই মুশফিকুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে ওই যুবতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকে লম্পট মজনু মিয়া আত্মগোপনে রয়েছে।