হবিগঞ্জে নির্বাচনী সংঘর্ষে আহত-৫

0
9

হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচন চলাকালে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে ভোটগ্রহণ কালে উপজেলার খাগাউড়া ইউনিয়নের গুণই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

জানা যায়, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় প্রার্থী শাহ শওকত আরেফিন সেলিম এবং স্বতন্ত্র প্রার্থী মাসুদ কোরাইশী মক্কির সমর্থকদের মধ্যে দুপুরে ওই কেন্দ্রে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হরিপদ ব্রহ্ম আরটিভি নিউজকে জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। কিন্তু হঠাৎ দুই প্রার্থীর সমর্থকরা কেন্দ্রের বাইরে সংঘর্ষে লিপ্ত হয়। তবে এতে ভোটগ্রহণের কোন ক্ষতি হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন