শ্রীপুরে পুকুরে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার!

0
16

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামে বিবস্ত্র ও ভাসমান অবস্থায় অজ্ঞাত নামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

সোমবার ২৫ জুলাই দুপুরে উপজেলার টেপিরবাড়ি গ্রামের একটি পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে পুলিশ। এসময় উদ্ধার হওয়া মরদেহ দেখতে স্থানীয়দের পুকুর পাড়ে ভিড় করে।

স্থানীয়রা জানায়, স্থানিয় রমিজ উদ্দিন পুকুরের পাশে গরু চরাতে গিয়ে দূরগন্ধ পান।পরে পুকুরে মরদেহ ভাসতে দেখতে পেয়ে এলাকাবাসীদের জানান ও পুলিশকে খবর দেওয়া হয়।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, খবর পেয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নারীর বিবস্ত্র ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হতে পারে তবে তদন্তে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন