ডেঙ্গু আক্রান্ত হয়ে হবিগঞ্জে একজনের মৃত্যু

0
9

ডেঙ্গু আক্রান্ত হয়ে হবিগঞ্জে একজনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জ জেলায় বাড়ছে ডেঙ্গু রোগির সংখ্যা। বৃহস্পতিবার রাত ৮ টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ৪ জন রোগি ভর্তি রয়েছেন।
তবে শহর এলাকায় শিগগিরিই মশা নিধন কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছে হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষ। শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন ১২ সদস্যের একটি টিম কাজ করবে বলে জানা গেছে।

এদিকে, বৃহস্পতিবার সকাল ৯ টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেছেন এডভোকেট মোঃ আবু জাহির এমপির ব্যক্তিগত গাড়ি চালক মোহাম্মদ আলী জাবেদ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলা জুড়ে আতংক দেখা দেয়। শহরবাসীর অনেকেই বাসা ও ছাদ পরিস্কার করেন।
হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল সূত্র জানায়, গত কয়েক দিন ধরে জেলায় ডেঙ্গু রোগির সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত ১৫ জন রোগি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বুধবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপির ব্যক্তিগত গাড়ি চালক মোহাম্মদ আলী জাবেদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়। এর কয়েকদিন পূর্বে অপর আরেক জন রোগিকে ঢাকায় প্রেরণ করা হয়। গতকাল সকালে ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় মোহাম্মদ আলী জাবেদের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে আরও ৪ জন রোগি চিকিৎসাধিন রয়েছেন। তাছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের নতুন ভবনে ছয় তলাতে আলাদা একটি কর্ণার খেলা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ডেঙ্গু আক্রান্ত রোগির সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এতে জেলাবাসীকে সর্তক থাকার আহŸান জানানো হয়েছে।

সদর হাসপাতালের তত্ত¡বাবধায়ক ডা. আমিনুল ইসলাম সরকার জানান, এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫ রোগি সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২ জনকে ঢাকায় প্রেরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার ১ জনের মৃত্যু হয়েছে। তবে বর্তমানে হাসপাতালে ৪ জন রোগি চিকিৎসাধিন রয়েছেন। তবে তাদের কোন ভয় নেই। ইতিমধ্যে অনেকেই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘ হবিগঞ্জ পৌর এলাকায় মশা নিধনে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী রবিবার থেকে পৌর শহরের প্রত্যেক এলাকায় মশা নিধনে স্প্রে করায় হবে। এতে ১২ জনের টিম কাজ করবে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন