শার্শায় স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক, মোটরসাইকেল জব্দ।
মোহাম্মদ নজরুল ইসলাম/সোহেল রানা,যশোর থেকেঃ
যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় (৭ কেজি ১২গ্রাম ওজনের ৬২পিস) স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় স্বর্ণ বহনের কাজে ব্যবহৃত একটি এ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।সোমবার দুপুর ২টার দিকে উপজেলার লক্ষনপুর গ্রামের আমিনুরের চাতালের মোড় নামকস্থান থেকে তাদেরকে আটক করে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন-উপজেলা টেংরালী গ্রামের ভেউরদাড়ি পাড়ার মৃত- আবু জাফর মল্লিকের ছেলে নাইম মল্লিক (২১) ও বহিলাপোতা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আজহারুল ইসলাম (২২)।মঙ্গলবার দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার (এসপি) জুয়েল ইমরান জানান,গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণ পাচারকারীরা স্বর্ণের একটি চালান নিয়ে লক্ষনপুর গ্রামের আমিনুরের চাতালের মোড় দিয়ে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) ফজলুর রহমান, টুআইসি (এএসআই) ফিরোজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় আন্দলপোতা-বেদেপুকুরের দিক থেকে ছেড়ে আসা একটি এ্যাপাচি আরটিআর লাল রংয়ের মোটরসাইকেলযোগে দুইজন ব্যক্তিকে আসতে দেখে তাদের থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে উপস্থিত লোকজন, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সহকারী কমিশনার (ভূমি) শার্শার উপস্থিতিতে মোটরসাইকেলে তাদের দু’জনের বসার মধ্যবর্তী স্থানে বিশেষ কায়দায় রক্ষিত একটি শপিং ব্যাগ থেকে ৭কেজি ১২ গ্রাম ওজনের ৬২পিস স্বর্ণেরবার পাওয়া যায়।আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১৫ লাখ টাকা।
এ সংক্রান্তে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে শার্শা থানার মামলা নং ০৬, তারিখঃ ০৭/১১/২০২২ খ্রিঃ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(ই) এর ১ (অ) রুজু হয়েছে।