শেরপুরের ঝিনাইগাতীতে ইয়াবা সহ গ্রেফতার-১

0
85

ঝিনাইগাতীতে ইয়াবা সহ গ্রেফতার ১

মোঃজিয়াউল হক,শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ৪০ পিস কথিত ইয়াবা সহ খোরশেদ আলম(৪০)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ৯ নভেম্বর বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮ ঘটিকার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খোরশেদ আলম উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মফিজল ওরফে মেগার ছেলে।

থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়ার নির্দেশে এসআই মাসুদ রানার নেতৃত্বে এসআই হাবিবুর রহমান হাবিব, এএসআই আতিকুর রহমান আতিক সহ সঙ্গীয় পুলিশ নিয়ে স্থানীয় ব্র্যাক অফিস সংলগ্ন খোরশেদের মুদি দোকানে অভিযান চালিয়ে ৪০পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় খোরশেদের গ্রেফতার হওয়ার সংবাদে তার দোকানের সামনে উৎসুক জনতার ভীড় জমে। ভীড় এড়াতে পুলিশ দ্রুত খোরশেদকে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, খোরশেদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন