হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের চতুর্থ দিন, জনদুর্ভোগ চরমে

0
7

হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের চতুর্থ দিন,জনদুর্ভোগ চরমে

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জ মটর মালিক গ্র্রুপের ডাকা পরিবহন ধর্মঘটে হবিগঞ্জে তৃতীয় দিনের মতো বন্ধ ছিল বাস চলাচল। রোববার (২০ নভেম্বর) মাধবপুর থেকে হবিগঞ্জ ও সিলেটগামী কোন বাস চলাচল করেনি। অপরদিকে হবিগঞ্জ ও সিলেট থেকেও কোনো বাস প্রবেশ করেনি। তবে দূরপাল্লার বাসগুলো ঢাকা-সিলেট মহাসড়কে চলতে দেখা গেছে। গত দুইদিন দূরপাল্লার বাস খুব একটা চলাচল করতে দেখা না গেলেও গতকাল সকাল থেকে বিলাসবহুল বাসসহ ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো সিলেটে যেতে দেখা গেছে এবং সিলেট থেকে অনেক বাস ঢাকার দিকে যেতে দেখা গেছে। তবে হবিগঞ্জে অভ্যন্তরীণ কোনো বাস চলাচল না করায় যাত্রীদের দুর্ভোগ কমছে না। নিরুপায় হয়ে ঢাকাগামী বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জানান, বাস ধর্মঘট প্রত্যাহার করার বিষয়ে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন