শেরপুরের নালিতাবাড়ীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

0
3

শেরপুরের নালিতাবাড়ীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীর নন্নী ইউনিয়নে সর্বস্তরের জনগণের অংশ গ্রহনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর বুধবার বিকেলে উপজেলার নন্নী ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে থানা প্রশাসনের আয়োজনে মাদক, জুয়া, বাল‍্যবিয়ে, ও অপরাধ নির্মুলে এক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম।
এসময় অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল ) আফরোজা নাজনীন, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক, নন্নী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ডাঃ বিল্লাল হোসেন চৌধুরী প্রমুখ।
উক্ত সমাবেশে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, জন প্রতিনিধি, পুলিশ, মসজিদের ইমাম, ব‍্যবসায়ী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন মহলের কয়েক শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা মাদক, জুয়া, ইভটিজিং, বাল‍্যবিয়ে, নারী নির্যাতন সহ অসামাজিক কর্মকান্ড প্রতিরোধে সকল মহলের সহযোগিতা কামনা করেন।পাশাপাশি বিনামূল্যে জনগণকে পুলিশি সেবা গ্রহন করার আহবান জানান। অনুষ্ঠানে পুলিশ সুপার আগত নারী-পুরুষদের সরাসরি নানা প্রশ্নের উত্তর দিয়ে প্রয়োজনীয় আইনী সহায়তার আশ্বাস প্রদান করেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন