শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়
এম হায়দার চৌধুরী শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে, অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করা এবং ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল ও অটোরিকশা চালানো এবং যত্রতত্র পার্কিং এর জন্য ৫ ব্যক্তি কে ৫টি মামলায় ২৪০০ টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে।