জেলা প্রেসক্লাবের উদ্যোগে গাজীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

0
65

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ইসমাঈল হোসেনঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর বুধবার হাবিবউল্লাহ স্মরণীতে সকাল ১০ ঘটিকায় গাজীপুর জেলা প্রেসক্লাবের কার্যালয়ে ড.এ কে এম রিপন আনসারীর সভাপতিত্বে জাকারিয়া আল মামুনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খন্দকার, বক্তব্য রাখেন,জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আবুল কাশেম, ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া।

গাজীপুর জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেনের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, ক্লাবের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার হাসিবুর রহমান,সহ দপ্তর সম্পাদক জাকারিয়া আল মামুন, ক্লাবের সম্মানিত সদস্য আনন্দ টিভির গাজীপুর সদর প্রতিনিধি তানভীর ইউ আহমেদ,সদস্য মোজাহিদ ও মুক্তাদির আহমেদ।

স্মরণ সভায় এছাড়াও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রেসক্লাবের সহ সভাপতি জসিম উদ্দিন, কোষদক্ষ ড. বুরহান উদ্দিন অরণ্য,তথ্য বিষয়ক সম্পাদক, মোঃ জাকারিয়া, মহিলা বিষয়ক সম্পাদক,ফাহিমা নূর নিলা প্রমুখ।
আলোচনা শেষে দৈনিক আজকের জনতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব সোহরাব উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গাজীপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা সহ সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন