শ্রীপুরে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-৭

0
114
 শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার (৬ নভেম্বর) অফিসার ইনচার্জ এর নির্দেশনায় এসআই মাহমুদুল হাসান, এসআই এখলাছ উদ্দিন ফরাজী, এসআই শওকত আলী, এসআই নয়ন ভূইয়া, এসআই আশরাফুল্লাহ, এসআই মোস্তাফিজুর রহমান, এসআই রাহাদুজ্জামান আকন্দ, পিএসআই সিরাজ উদ দৌলাহ, এএসআই লুৎফর রহমান, এএসআই তোফায়েল আহাম্মেদ, মোঃ জয়নাল আবেদীন, এএসআই মোঃ মহব্বত আলী খান সহ পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের বৃত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ২৪০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী (০১) মোছাঃ শরিফা বেগম (২২), স্বামী-মোঃ শহিদ মিয়া, (০২) মোঃ শুকুর আলী (৩০), পিতা-মৃত তোতা মিয়া, উভয় সাং-ঘুড়িদহ মধ্যপাড়া (জনৈক আতা চেয়ারম্যান এর বাড়ীর পার্শ্বে), থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা, এ/পি-গড়গড়িয়া মাস্টারবাড়ী (জনৈক হাজী তাইজ উদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-শ্রীপুর জেলা-গাজীপুর। ২৫০ গ্রাম গাজা সহ (০১) মোঃ মানিক মিয়া (৩৫), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-সোলহাসিয়া, থানা-গফরগাও, জেলা-ময়মনসিংহ, এ/পি-মুলাইদ মাজম আলীর মোড় (সজল এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-শ্রীপুর জেলা-গাজীপুর। ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ (০১) মোখলেছ উদ্দিন (২৫), পিতা-মফিজ উদ্দিন, সাং-বরমী কাদেরীয়াপাড়া, থানা-শ্রীপুর জেলা-গাজীপুর। ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী (০১) মোঃ সাব্বির বৈদ্ধ (২৮), পিতা-আসকর আলী বৈদ্ধ, (০২) আসকর আলী বৈদ্ধ (৫৫), পিতা-মৃত কদম আলী বৈদ্ধ, (০৩) কহিনুর বেগম (৪৮), স্বামী-আসকর আলী বৈদ্ধ, সর্ব সাং-পাঠানটেক, থানা-শ্রীপুর জেলা-গাজীপুরদের গ্রেফতার করিয়া তাহাদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে ১। শ্রীপুর থানার মামলা নং-০৬, তাং-০৫/১১/১৮ ইং, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৭(ক)/২৫। ২। শ্রীপুর থানার মামলা নং-০৭, তাং-০৫/১১/১৮ ইং, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৭(ক)। ৩। শ্রীপুর থানার মামলা নং-০৮, তাং-০৬/১১/১৮ ইং, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯(ক)/২৫। ৪। শ্রীপুর থানার মামলা নং-০৯, তাং-০৬/১১/১৮ ইং, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৭(ক)/২৫। রুজু করা হয়। অন্যদিকে, গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী: ১। আশরাফুল ঢালী, ২। রমিজ ঢালী, ৩। মামুন ঢালী, ৪। আতিকুল ঢালী, সর্ব পিতা-কুদ্দুছ ঢালী, সর্ব সাং-সোনাব, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ৫। আকলিমা, স্বামী মনজুর হোসেন, সাং-সাটিয়াবাড়ী, পোষ্ট-রাজেন্দ্রপুর, থানা-শ্রীপুর জেলা-গাজীপুর, ০৬। শরীফ, পিতা-মোঃ ইকবাল হোসেন, সাং-মাওনা, থানা-শ্রীপুর জেলা-গাজীপুর, ০৭। মোঃ সাব্বির বৈদ্ধ (২৮), পিতা-আসকর আলী বৈদ্ধ, ০৮। আসকর আলী বৈদ্ধ (৫৫), পিতা-মৃত কদম আলী বৈদ্ধ, উভয় সাং-পাঠানটেক, থানা-শ্রীপুর জেলা-গাজীপুরদের গ্রেফতার করিয়া সকল আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারী সহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এসময় তাদের কাছথেকে উদ্ধার হয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট।অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ৮ আসামিকে গ্রেফতার করা হয়। পরে মাদক ব্যবসায়ীদের পৃথক মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন