বেনাপোলে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

0
4

বেনাপোলে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।

শুক্রবার (২৭ জানুয়ারি ) রাত এগারোটার সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্টথানার রায়পুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (২৪) ও ঘিবা গ্রামের শহিদুল সরদারের ছেলে আহসান সরদার (২২) উভয় থানা বেনাপোল পোর্ট, যশোর।

ডিবি পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার রায়পুর গ্রামের পাকা রাস্তার পূর্বপাশে অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,১০.০০০/= (দুই লক্ষ দশ হাজার টাকা।

যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় এজাহার দায়ের হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন