শ্রীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

0
69

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মুরগীর ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ৬ নভেম্বর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আনোয়ারা গার্মেন্টেসের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ব্যবসায়ীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ব্যাপারে ব্যবসায়ীর পিতা আ: আলীম বাদী হয়ে বুধবার বিকেলে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, পৌর শহরের কেওয়া পূর্ব খন্ড এলাকার আ: আলীমের পুত্র মুরগী ব্যবসায়ী মাসুদ রানা (৩২) মঙ্গলবার রাতে মুলাইদ এলাকার আনোয়ারা গার্মেন্টেসের সামনে তার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে প্রায় ৬ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় মুলাইদ এলাকার আ: বারেকের পুত্র রিয়াজ উদ্দিন (৩২), মোস্তফা (৪০) ও কলিম শরাফী (২৭) সহ অজ্ঞাত ৭/৮জন তার গতিরোধ করে দাঁড়ায়। এসময় তারা মুরগীর ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে নগদ ৫ লাখ ৩৫ হাজার টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। ব্যবসায়ী মাসুদ রানা জানান, রিয়াজ উদ্দিন ও তার লোকজন গত বেশকিছুদিন ধরে তার সাথে ব্যবসায়ীক দ্বন্দের সৃষ্টি করছিল। ব্যবসায়ীক শত্রুতার জের ধরেই তাকে পিটিয়ে টাকা ছিনতাই করেছে। শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন