শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মুরগীর ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ৬ নভেম্বর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আনোয়ারা গার্মেন্টেসের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ব্যবসায়ীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ব্যাপারে ব্যবসায়ীর পিতা আ: আলীম বাদী হয়ে বুধবার বিকেলে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, পৌর শহরের কেওয়া পূর্ব খন্ড এলাকার আ: আলীমের পুত্র মুরগী ব্যবসায়ী মাসুদ রানা (৩২) মঙ্গলবার রাতে মুলাইদ এলাকার আনোয়ারা গার্মেন্টেসের সামনে তার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে প্রায় ৬ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় মুলাইদ এলাকার আ: বারেকের পুত্র রিয়াজ উদ্দিন (৩২), মোস্তফা (৪০) ও কলিম শরাফী (২৭) সহ অজ্ঞাত ৭/৮জন তার গতিরোধ করে দাঁড়ায়। এসময় তারা মুরগীর ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে নগদ ৫ লাখ ৩৫ হাজার টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। ব্যবসায়ী মাসুদ রানা জানান, রিয়াজ উদ্দিন ও তার লোকজন গত বেশকিছুদিন ধরে তার সাথে ব্যবসায়ীক দ্বন্দের সৃষ্টি করছিল। ব্যবসায়ীক শত্রুতার জের ধরেই তাকে পিটিয়ে টাকা ছিনতাই করেছে। শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।