শায়েস্তাগঞ্জের নিজামপুরে অবৈধ ইটভাটা স্থাপনের বিরুদ্ধে জনতার মানববন্ধন

0
15

 এমএইছ চৌধুরী জুনাইদ, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: হবিগঞ্জ সদর উপজেলর নিজামপুরে যত্রতত্র  অবৈধ ইটভাটা স্থাপনের বিরুদ্ধে ৮ গ্রামের লোকজন এক বিশাল মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে নিজামপুর বাজারে নিজামপুর, দরিয়াপুর, বলবারচক, কালারচক, সৈয়দপুর, মিটারচক, ফকিরাবাদসহ ৮ গ্রামের দু’শহস্রাধিক লোকজন মানববন্ধনে অংশ গ্রহন করেন। এসময় মানববন্ধনে বক্তব্য দেন এলাকার বিশিষ্ট মুরুব্বি জিতু মিয়া, সোহেল মিয়া মেম্বার, তাজুল ইসলাম ফরিদ মাস্টার, এডভোকেট লতিফুর রহমান, মোস্তাক আহমেদ, শামীম মিয়া, সফিকুর রহমান প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, একটি অর্থলোভী কুচক্রিমহল এলাকার পরিবেশ ধ্বংস করার জন্য ফসলি জমিতে ইটভাটা স্থাপনের চেষ্টা করে আসছে। অত্র এলাকাবাসি কোন অবস্থায় ফসলি জমিতে ইটভাটা স্থাপন করতে দিবে না। বক্তারা জেলা প্রশাসনকে ফসলি জমিতে ইটভাটা স্থাপনের অনুমতি না দেয়ার জন্য এলাকাবাসির পক্ষ থেকে অনুরোধ জানান।#

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন